মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকায় আশরাফুল ইসলাম পলাশ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মানিকগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা, আটক ২
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমজাদ ও তার স্ত্রীকে পালানোর সময় আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। নিহত পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পলাশ মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার খবির উদ্দিনের মেয়ের জামাই। বসবাস করতেন পৌর এলাকার বান্দুটিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের বেউথা এলাকায় পলাশকে কুপিয়ে আহত করেন ঘাতকরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ।
পলাশের শ্যালক নয়ন জানান, তার বোন জামাই পলাশকে গত শুক্রবার রাত ৮টা দিকে বান্দুটিয়া এলাকার আমজাদের ২ ছেলে সাকিন ও সোয়েবসহ আরও ৩-৪ জন কালীগঙ্গার বেউথা ব্রিজের নিচে ডেকে নিয়ে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন। সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও দেখুনঃ