আবারও কঙ্কাল চুরি মানিকগঞ্জে কবরস্থান থেকে

কঙ্কাল চুরি মানিকগঞ্জে কবরস্থান-থেকে, মানিকগঞ্জের শিবালয়ে বড় বোয়ালি কবরস্থানে আবারও কঙ্কাল- চুরির ঘটনা ঘটেছে। এবার চুরি হয়েছে তিনটি কঙ্কাল।

সোমবার  রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

 

আবারও কঙ্কাল চুরি মানিকগঞ্জে কবরস্থান থেকে

 

আবারও কঙ্কাল চুরি মানিকগঞ্জে কবরস্থান থেকে

শিবালয় ইউপি চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলাল উদ্দিন আলাল জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যান তিনি। গিয়ে দেখেন ৬/৭টি কবর খোঁড়া। এর মধ্যে তিনটি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নুর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী (শিবালয় সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, কঙ্কাল-চুরির ঘটনায় জড়িতদের ধরতে জেলা পুলিশ অনেক আগে থেকেই কাজ শুরু করেছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত ১০ আগস্ট একই কবরস্থান-থেকে সাতটি কঙ্কাল-চুরি হয়। একই দিন পাশের আরেকটি কবরস্থান-থেকে চুরি হয় পাঁচটি কঙ্কাল। এছাড়া গত ৩০ মার্চ ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকার একটি কবরস্থান-থেকে চুরি হয় ৯টি কঙ্কাল। এ ঘটনায় জড়িত কাউকে এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।

আবারও কঙ্কাল চুরি মানিকগঞ্জে কবরস্থান থেকে

 

আরো পড়ুন :

1 thought on “আবারও কঙ্কাল চুরি মানিকগঞ্জে কবরস্থান থেকে”

Leave a Comment