মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পড়লো ১১ কেজির চিতল

পদ্মায় বড়শিতে ধরা পড়লো ১১ কেজির চিতল – মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ৫জন সৌখিন মৎস্য শিকারীর দায়োনের বড়শিতে ধরা পড়লো ১১কেজির চিতল মাছ।

 

মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পড়লো ১১ কেজির চিতল

 

মঙ্গলবার (৮অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা ও সালেপুর এলাকার মাঝামাঝি স্থানে মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বাড়িতে এনে কেটে নিজেরা ভাগ করে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮অক্টোবর) বিকেলে গালা ইউনিয়নের ধুসুরিয়া গ্রামের সোনা মিয়া, লাল মোহন দাস সহ ৪/৫ জন ব্যক্তি সখের বসে ট্রলার নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। পরে ট্রলার নিয়ে তারা হাতিঘাটা এলাকায় গিয়ে সন্ধ্যায়, ৮০/৯০ টি বড়শি দিয়ে পদ্মায় দায়োন (মাছ ধরার বিশেষ পদ্ধতি) দেয়।

 

 

এরপর রাত সাড়ে টার দিকে দায়োনের বড়শিটিকে ঝোড়ের মধ্যে দেখতে পেলে, সেটাকে কৌশলে ট্রলারে উঠালে ১১কেজির চিতল মাছটি ধরা পড়ে। পরে সকালে সোনা মিয়া সহ তার সঙ্গীরা মাছটি বাসায় এনে, কেটে ভাগ করে নেয়। লাল মোহন দাসের ছেলে সজিব দাস বলেন, আমাদের প্রতিবেশী সোনা মিয়া কাকার সাথে, আমার বাবা ও আরও ৩/৪ জন ব্যক্তি পদ্মায় সখ করে মাছ ধরতে যায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরে গতকাল (মঙ্গলবার) রাতে দায়োনের বড়শিতে ১১ কেজির চিতল মাছটি ধরা পড়ে। আজ সকালে মাছটি বাসায় নিয়ে আসলে, মাছটা কেটে ভাগ করে নেওয়া হয়। এদিকে মাছের খবর জানতে পেরে, আশেপাশের লোকজন সেটিকে দেখতে ভীড় জমায়।

 

আরও  দেখুনঃ

Leave a Comment