দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুরের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মাজার ভাঙচুরের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ
মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিটকা বাজারে অনুষ্ঠিত এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব, খাদেম ও ভক্তরা। সমাবেশে দরবার এ লোকমানিয়ার খাদেম সৈয়দ আখতার হোসেন বলেন, “৩৬০ জন আউলিয়ার কারণেই এদেশ সোনার বাংলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের কারণে এ দেশ সোনার বাংলা হয়নি।”
এশকে মাওলা দরবার শরীফের পীর সাহেব হিমেল আল চিশতী বলেন, “গত কয়েকদিনে সারা দেশে প্রায় শতাধিক মাজার ভাঙচুর করা হয়েছে। যারা মাজার ভাঙচুর করছে তারা ইসলামপন্থি নয়, কারণ ইসলাম শান্তির প্রতীক। আর এসব মাজার ভাঙা হচ্ছে রাতের আঁধারে।”
আফাজিয়া দরবার শরীফের পীর সাহেব মেহেদী হাসান টুটুল ভেঙে ফেলা মাজারগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন, “বাংলাদেশে আর যেন কেনো মাজারে ভাঙচুর না হয় এবং যেসব মাজার ভাঙচুর হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে।”
সমাবেশের বক্তারা আর একটা মাজার যদি ভাঙচুর হয় তাহলে তারাও কিন্তু বসে থাকবেন না বলে হুঁশিয়ার করেন । সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঝিটকা শরীফের কওসার ওরফে জিন্দা শাহ দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী ও দেওয়ান রশিদিয়া দরবারের দাউদ আহাম্মেদ চিশতী, রশিদিয়া দরবার শরীফের খাদেম গোলাম মোস্তফা, বাঠুইমুড়ি শাহী মঞ্জিলের জুয়েল মাহমুদ খান।
আরও দেখুনঃ