২ নৌপথে ফেরি চলাচল শুরু – ঘন কুয়াশায় তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচার সঙ্গে রাজবাড়ির দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়েছে ।
কুয়াশা কাটায় মানিকগঞ্জ থেকে ২ নৌপথে ফেরি চলাচল শুরু
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কাযার্লয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, শনিবার সকাল ৬টা ২০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে ৯টা ৪০ মিনিটে তা ফের চালু হয়।
এদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া কাযার্লয়ের এজিএম আব্দুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শনিবার সকাল ৭টা ২০মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

ডিজিএম নাসির জানান, শুক্রবার রাতে নদীতে তেমন কুয়াশা ছিল না। পরে শনিবার সকাল থেকে কুয়াশা বাড়তে থাকায় নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এসময় ফেরি চালানো খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়ায় চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তখন কাজিরহাট থেকে আসার পথে মাঝনদীতে ফেরি খানজাহনা আলী নোঙর করে রাখা হয়। এছাড়া আরিচা ঘাটে তিনটি ফেরি ধানসিড়ি, হামিদুর রহমান ও চিত্রা পন্টুনের সাথে বেঁধে রাখা ছিল।অপরদিকে এজিএম আব্দুস সালাম জানান, ফেরি বন্ধ থাকার সময় দৌলতদিয়া থেকে রওয়ানা হওয়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙর করে রাখা ছিল।
সেসময় পাটুরিয়া ঘাটে চারটি ফেরি- ফরিদপুর, বনলতা, কেরামত আলী ও শাহ পরান এবং দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি- কুমিল্লা, বরকত, কপোতী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, হাসনাহেনা এবং মতিউর রাখা ছিল। পরে কুয়াশা কেটে গেলে আবার ফেরিগুলোর চলাচল শুরু হয় বলে তিনি জানান।
আরও দেখুনঃ